ম্যানইউতে মরিনহোর বিকল্প হবেন জিদান!

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ব্রাইটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর গুঞ্জনটা জোরালো হচ্ছে। আর তা হচ্ছে ম্যানইউতে নাকি বর্তমান কোচ মরিনহোর বিকল্প হতে যাচ্ছেন জিনেদিন জিদান।

মৌসুমের শুরুতেই ব্রাইটনের মতো দলের বিপক্ষে ৩-২ গোলে ম্যানইউর হারের পর মরিনহোর ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিদান, মরিনহোর সম্ভাব্য বিকল্প হতে পারেন বলে গুঞ্জন চলছে।

রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে ক্লাবটি থেকে অব্যাহতি নিয়েছেন জিদান। বর্তমানে কোনো ক্লাবেই সময় দিচ্ছেন না তিনি। ফরাসি এ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলারকে এবার ওল্ড ট্রাফোর্ডে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

গ্রীষ্মের দলবদলে ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড এবং তরুণ ফুল-ব্যাক দাইওগো দালোতকে দলে ভিড়িয়েছিলেন মরিনহো। ভেবেছিলেন সেন্ট্রাল ডিফেন্সে অ্যান্থনি মার্শিয়ালের বিকল্প হবেন তারা। কিন্তু মৌসুমের শুরুতেই মরিনহোকে হতাশ করেছেন ওই ফুটবলাররা।

কোচ হিসেবে হোসে মরিনহোর বিশ্বব্যাপি সুনাম রয়েছে। তবে ইংলিশ লিগে চেলসির হয়ে দ্বিতীয় মেয়াদে এসে শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় তাকে বাদ দিয়েছিল ব্লুজরা। এক মৌসুম অবসরে থাকার পর পর্তুগিজ এ নাম্বার ওয়ানকে নিয়োগ দেয় ম্যানইউ। সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডে তার বিকল্প হিসেবে জিদানের নাম শোনা গেলেও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ম্যানইউ।

সর্বশেষ আপডেট: ২২ আগস্ট ২০১৮, ০৬:৫৩
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন