অভিবাসন ইস্যুতে চাপের মুখে জার্মান চ্যান্সেলর

অভিবাসন ইস্যুতে ভাঙনের মুখে পড়েছে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের রাজনৈতিক ক্যারিয়ার।

এই ইস্যুতে মতের মিল না হওয়ায় মার্কেল সরকারের অন্যতম জোট সঙ্গী ক্রিস্টিয়ান সোস্যাল ইউনিয়ন (সিএসইউ) পাটি প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হরস্ট সিহোফার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

যদি তিনি বাস্তবিকই পদত্যাগ করেন তাহলে ভেঙে যাবে মার্কেলের জোট সরকার। পতন হবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের। এমনকি অভিবাসীদের নিয়ে তাঁর ভবিষ্যত পরিকল্পনাও ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েক বছরে বিপুল সংখ্যক অভিবাসী আশ্রয় নিয়েছে জার্মানে। এই অভিবাসীদের নিয়ে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে শুরু থেকেই মার্কেলের সাথে একটা দ্বন্দ্ব রয়েছে সিহোফারের।

শুরু থেকেই তিনি হুমকি দিচ্ছিলেন অভিবাসীদের নিয়ে। এমনকি ইইউ শীর্ষ সম্মেলনের আগে আল্টিমেটামও দিয়েছিলেন মার্কেলকে। বের করে দেয়ার কথা বলছিলেন জার্মানে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক অভিবাসীদের।কিন্তু শেষ পর্যন্ত মার্কেলের সাথে তাঁর সমঝোতা না হওয়ার ফলশ্রুতিতে এমন পদেক্ষেপ নেয়ার কথা ভবছেন সিহোফার।

যদিও তাঁর দলের পক্ষ থেকে চ্যান্সেলর মার্কেলের সাথে আবারো বৈঠকের জন্য তিনি চাপের মুখে আছেন। এবং শিগগির তাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই মূলতঃ তাদের ভাঙা গড়ার মূল সিদ্ধান্ত আসবে।

অভিবাসীদের নিয়ে বড় এক সংকটের সময় পার করছে ইউরোপীয় ইউনিয়ন। হাজার হাজার অভিবাসী সাগর পথে ঢুকছে ইউরোপের বিভিন্ন দেশে। এ ব্যাপারে একটা সমাধানে আসতে সম্প্রতি ইইউভুক্ত দেশগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মূল ভুমিকায় ছিলেন এঙ্গেলা মার্কেল।

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০১৮, ২২:২৫
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন