দিল্লিতে ১১ জনের লাশ : কিছু ক্লু মিলেছে

ভারতের উত্তর দিল্লির বুরারিতে এক বাসা থেকে ১১ জনের লাশ উদ্ধারের ঘটনায় কিছু ক্লু পেয়েছে পুলিশ। তারা কয়েকটি রেজিস্টার খাতায় হাতে লেখা বেশ কিছু নোট উদ্ধার করেছে।

পুলিশ জানায়, এসব নোটে অদ্ভূত ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলা হয়েছে। এগুলো এই মামলায় একটি ক্লু হিসেবে কাজ করছে।

রোববার সকালে সাড়ে ৭টায় ওই ১১ জনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১০ জনের লাশ বাসার ছাদের লোহার গ্রিলের সাথে ঝোলানো ছিল। তাদের প্রত্যেকের চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তা ছাড়া, প্রত্যেকের হাত শরীরের পেছনে বাঁধা ছিল। আর ৭৫ বছর বয়সি নারায়ণ দেবী নামের এক নারীর লাশ মেঝেতে পড়ে ছিল। তাকে গলাটিপে হত্যা করা হয়। নিহতদের মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ, যাদের মধ্যে তিনজন নাবালক রয়েছে।

লাশ ‍উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল, তারা হয়তো আত্মহত্যা করেছেন। পরবর্তীকালে পুলিশ ধারণা করে, পরিবারের একজন হয়তো অন্য ১০ জনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, উদ্ধার হওয়া নোটে লেখা আছে, ‘মানবদেহ ক্ষণস্থায়ী এবং একজন চাইলে তার চোখ-মুখ বেঁধে ভয়কে জয় করতে পারে।’

একজন পুলিশ কর্মকর্তা জানান, কীভাবে একজন পাপ থেকে পরিত্রাণ লাভ করতে এবং কীভাবে মানবদেহ ক্ষণস্থায়ী ও আত্মা অবিনশ্বর, সেসব নিয়ে কথা বলা হয়েছে উদ্ধারকৃত নোটে।

তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই বলে, ‘নোটে বলা হয়েছে, ১১ জনের গ্রুপটি যদি এসব ধর্মীয় প্রথা অনুসরণ করে তবে তাদের সব সমস্যা দূর হয়ে যাবে এবং তারা পাপ থেকে পরিত্রাণ পাবে।’

এসব নোট উদ্ধারের পর ওই পরিবারের সাথে কোনো তান্ত্রিক কিংবা অতিপ্রাকৃত চর্চাকারী কারো সাথে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জয়েন্ট কমিশনার অব পুলিশ অলক কুমার পিটিআইকে বলেন, ‘আমরা হাতে লিখিত কিছু নোট উদ্ধার করেছি। কীভাবে হাত-পা বাঁধতে হবে এবং অন্যান্য আচরণবিধি এসব নোটে লেখা আছে, যা উদ্ধারকৃত ১০ জনের লাশের সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো খুবই পুঙ্খানুপুঙ্খ নোট এবং আমরা সেগুলো যাচাই করে দেখছি।’

তথ্য : এনডিটিভি

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০১৮, ১৮:৫৯
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন