সোশ্যাল মিডিয়ায় ভুল খবরের ছড়াছড়ি, কী বলছে তথ্য

গত ২০০৬ ও ২০১৭ সালে, প্রায় ১,২৬,০০০ ভুল তথ্য টুইট করা হয়েছে।
গত ২০০৬ ও ২০১৭ সালে, প্রায় ১,২৬,০০০ ভুল তথ্য টুইট করা হয়েছে।
‘‘ভুল তথ্যগুলো ৭০ শতাংশ রি-টুইট করা হয়েছে আসল তথ্যের তুলনায়।’’

সোশ্যাল মিডিয়ায় আসল খবরের চেয়ে ভুল তথ্য তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে— সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে একটি আন্তর্জাতিক ওয়েবসাইট ‘নিউ সায়নটিস্ট’-এ। সেখানে বলা হয়েছে, কেমব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের গবেষক সিনান আরল এবং তাঁর সহকর্মীদের মতে, গত ২০০৬ ও ২০১৭ সালে, প্রায় ১,২৬,০০০ ভুল তথ্য টুইট করা হয়েছে।

তাঁরা আরও জানিয়েছেন, ‘‘ভুল তথ্যগুলো ৭০ শতাংশ রি-টুইট করা হয়েছে আসল তথ্যের তুলনায়।’’

গবেষকদের আরও দাবি, ‘‘একটা আসল তথ্য ১৫০০ সাধারণ মানুষের কাছে পৌঁছতে অনেকটা সময় লাগে। সেই তথ্যটি কম করে ৬ বার টুইট না করা পর্যন্ত ১৫০০ সংখ্যক লোক সেটি দেখতে পান না।’’

কেন এত ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, এ নিয়েও গবেষকরা একটি মতামত দিয়েছেন। তাঁরা মনে করেন, ‘‘ভুল তথ্যগুলো এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার ফলে সেই তথ্যগুলো আমাদের সত্যি বলে মনে হয়। শুধু তাই নয় অনেক সময় আমরা আবেগতাড়িত হয়ে কিংবা বিরক্ত হয়ে সেই তথ্যগুলো শেয়ার করে ফেলি।’’ উদাহরণ স্বরূপ, ২০১২ এবং ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা বলেন গবেষকরা।

সর্বশেষ আপডেট: ১০ মার্চ ২০১৮, ০০:০২
এবেলা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন