চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইয়াবা সহ ৪ জন আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্যার এ.এফ রহমান হলের ৩২২ নম্বর রুম থেকে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রাত সাড়ে সাতটার দিকে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের সাখাওয়াত হোসেন, নকিব, হিরক ও তন্ময়,। তারা সকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারন সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারী বলে পরিচিত।

এ. এফ.রহমান হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী বলেন আটককৃতরা সব সময় হলে ইয়াবা, গাজা, মদ সেবন করে হলের পরিবেশ নষ্ট করে। তারা সব সময় সুজনের অনুসারী হিসেবে হলের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে লাঞ্চিত করে। এ ব্যাপারে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন” আমরা আটককৃতদের বিরোদ্ধে যতাযত পদক্ষেপ নিব এবং যাতে আর কেউ এমন কাজ করার সাহস না করে সে ব্যাবস্থা ও করব”.।

এদিকে বিকেল ৫ টার দিকে আলহাজ্ব এবি. এম মহিউদ্দীন চৌধুরী গ্রুপের অনুসারীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া হয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেয় বহিষ্কৃত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন এবং অন্যপক্ষের নেতৃত্ব দেয় ১৩-১৪ সেশনের আজাদ, হাসান, সালমান, জুয়েল, আনোয়ার, জুলকার, ইমান নেতৃত্ব দেয় বলে জানা যায়। এখনও তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে

সর্বশেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭, ২৩:০৮
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন