স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের বাংলাদেশ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের বাংলাদেশ’ প্রোগ্রাম। স্টামফোর্ড মাদকরোধী ফোরামের আয়োজনে রবিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিদ্বেশ্বরী ক্যাম্পাসে প্রোগ্রামটিতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তারের মহাপরিচালক মো: জামাল উদ্দীন আহমেদ।

বিশেষ অথিতি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, কর্মকর্তা খুরশিদ আলম, অনিমা ভাবি, ফোরামের কনভেনার ফারহানাজ ফিরোজ, রেজিষ্টার আব্দুল মতিন, ডেপুটি রেজিষ্টার ফারুক কবির প্রমুখ। সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ আলি নকী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যে তরুণেরা আকাশ জয় করবে, পৃথিবী জয় করবে। তারা যদি মাদক আসক্ত হয়, তাহলে দেশের জন্য হতাশার আর কিছুই নেই। ঠুনকো কারণে তরুণেরা মাদক আসক্ত হয়। মাদক নিয়ে অনেকে রোমাঞ্চ অনুভব করে। কিন্তু পরিনিতি তারা ভাবে না। যে পরিবারে একজন মাদক আসক্ত রয়েছে, সে পরিবারের ধ্বংসের জন্য দ্বিতীয় কোন কারণ দরকার নেই।’ তিনি আরো বলেন, ‘এ অবস্থা পরিবর্তনের জন্য মাদকমুক্ত যে তরুনেরা আছে, তারা নিজেরা ভালো থাকলে চলবে না। দেশকে পরিবর্তনের পথে নিয়ে যেতে হবে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কর্মসূচী গ্রহন করেছি। স্টামফোর্ড মাদকবিরোধী ফোরাম এর যে কোন উদ্যোগে আমরা সাথে থাকবো।’ ফোরামের সভাপতি রাখিল খন্দকার বলেন, ‘আমি যতদিন বাঁচি, মাদকের বিরুদ্ধে আমি কাজ করবো।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, ঐশি, টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আইমান সাদিক, ইউটিউবার সালমান মুক্তাদির, অভিনেত্রী স্বগতা, অদম্য তরুণ সোহাগ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন ব্যান্ড দল কুঁড়েঘর।
তারুণ্যের বাংলাদেশ প্রোগ্রামে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ইনস্টিটিউট অব ওয়েলবিং। মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ও রেডিও পিপল।

সর্বশেষ আপডেট: ৮ অক্টোবর ২০১৭, ২২:৪৫
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন