স্টামফোর্ডে গাপ্পি মাছ অবমুক্ত করলেন মেয়র সাঈদ খোকন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং এ সি আই গ্রুপের যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় চিকন-গুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক এই সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশনিয়ে ক্যাম্পাসের সুইমিং পুলে গাপ্পি মাছের পোনা অবমুক্তকরন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আলী নকী, উপ-উপাচার্য অধ্যাপক ড.কে.মউদুদ ইলাহী পরিবেশ বিজ্ঞান বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. গুলশান আরা লতিফা এবংপরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ নিয়ে যুগ্মভাবে উপস্থাপন করেন , অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, জাতীয় রোগতত্ত্ব নিয়ন্ত্রন ও গবেষনা ইন্সটিটিউট এর কীটতত্ত্ববিদ জনাব তৌহিদ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রানীবিজ্ঞান বিভাগের প্রাক্তন সভাপতি, কীটতত্ত্ববিদ ড. মনজুর এ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন বলেন, “বর্তমানে চিকনগুনিয়া প্রায় নিয়ন্ত্রনে যার পেছনে রয়েছে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অক্লান্ত পরিশ্রম। আপনারা জানেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে চিকন গুনিয়া রোগীদের সেবাদান সহ সচেতনতা সৃষ্টি করেছি যার প্রমান আজকের চিকন গুনিয়া ও ডেঙ্গু রোগের নিয়ন্ত্রন। আমারা ২৪ ঘন্টা হেল্প লাইন চালু করেছি যাতে করে মানুষ চিকন গুনিয়ায় আক্রান্ত হলে পরামর্শ সহ সেবা নিতে পারে। এছাড়া এই রোগটারে নির্মুলে নিধনের লক্ষ্যে ঢাকা দক্ষিনের প্রত্যেক নালা-নর্দমা সহ সকল ড্রেন গুলোতে মশা নিরোধক গাপ্পি মাছ অবমুক্ত করব। তবে , জনগনের সচেতনতাই হচ্ছে আমাদের সকল সফলতার মূল চালিকা শক্তি”।

সর্বশেষ আপডেট: ৮ আগস্ট ২০১৭, ০০:১৫
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন