স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের সাথে মুকুল জ্যোতি চাকমার মতবিনিময়

স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মুকুল জ্যোতি চাকমা সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই জুলাই বুধবার সন্ধ্যায় ধানমন্ডি বিয়ে বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মেট্রো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মুকুল জ্যোতি চাকমা বলেন, আমাদের সমাজে মাদকের ভয়াবহতা হয়তো আমরা কম উপলদ্ধি করতে পারি। কিন্তু যাদের পরিবারে মাদকাসক্ত রয়েছে তারা উপলদ্ধি করতে পারে মাদকের কি ভয়াবহতা। আমাদের একার পক্ষে সম্ভব নয় মাদক প্রতিরোধ করা, তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে মাদক প্রতিরোধ করা সম্ভব।

তিনি স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম সম্পর্কে বলেন ‘স্টামফোর্ডই প্রথম বিশ্ববিদ্যালয় যারা এরকম ফোরাম করেছে। স্টামফোর্ডের ইতিহাস সৃষ্টিকারী সংগঠনটি বাকি সব বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি।’

স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের সভাপতি রাখিল খন্দকার বলেন, মাদক গ্রাস করে ফেলছে আমাদের তরুণ সমাজকে, তরুণ প্রজন্মকে চোখের সামনে ধ্বংস হতে দিতে পারি না। মাদকের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো আজীবন।

সভায় মতবিনিময়ে অংশ নেয় ফোরামের সহ-সভাপতি নাসির উদ্দিন, মনিরুল ইসলাম মনির, হাসান মিলু, সহ সাধারন সম্পাদক পনির, সহ প্রচার সম্পাদক তোফাজেল হোসেন, ছাইফুল ইসলাম মাছুম, সহ সাংগঠনিক সম্পাদক স্বর্ণা, রাকিব, যোগাযোগ সম্পাদক কনা, সহ প্রোগ্রাম সম্পাদক তানভির রেজা, সদস্য তৌহিদ, শাহেদ, মল্লিকা, হাসান শাকিব প্রমুখ। মতবিনিময় সভায় ফোরামের প্রায় ২০জন নেতাকর্মী অংশ নেয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে স্টামফোর্ড মাদক বিরোধী ফোরামের যৌথ কিছু কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়।

সর্বশেষ আপডেট: ২০ জুলাই ২০১৭, ০১:০৮
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন