বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগটা অবেলার বৃষ্টিতে ভেসে গেল

নাছোড়বান্দা বৃষ্টি কিছুতেই থামলো না।Twitter
নাছোড়বান্দা বৃষ্টি কিছুতেই থামলো না।

শ্রীলঙ্কার ব্যাটিং শেষ হবার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হানা দিল ডাম্বুলায়। আর তাতেই ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশের স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ম্যাচতি পরিত্যক্ত ঘোষণা করা হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। মেন্ডিসের ১০২ রানে ভর করে ৪৯.৫ ওভারে ৩১১ রান তোলে শ্রীলঙ্কা। শেষ ওভারে তাসকিনের অসাধারন হ্যাট্রিকে ১ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের সময়সূচীতে অতিরিক্ত ৩০ মিনিট রাখা হয়েছিলো। কিন্তু নাছোড়বান্দা বৃষ্টি কিছুতেই থামতে চাইছিলো না। ফলে রেফারিরা বাধ্য হয়েই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষনা করলো।

ম্যাচ না হওয়ায় স্বভাবত দুই দলই হতাশ হবে। শ্রীলঙ্কার হতাশা, এত রান করেও জেতা হলো না ম্যাচটা।

বাংলাদেশের হতাশা অবশ্য ভিন্ন কারনে। এর আগে স্বাগতিকরা দেশের মাটিতে তিনশর বেশি রান করেও একবারই মাত্র হেরেছিলো। এবং সেটা এই বাংলাদেশের কাছেই। দিনটি ছিলো ২০১৩ সালের ২৮শে মার্চ। সেবার বৃষ্টির কারণে ২৭ ওভারে বাংলাদেশের নতুন লক্ষ্য স্থির হয়েছিল ১৮৩। ৩ উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ব্যতীত কোন দলই স্বাগতিকদের বিপক্ষে ৩শর বেশী রান তাড়া করে জিততে পারেনি। ২০১৩ সালের ২৮ মার্চকে ২০১৭ সালে ফিরিয়ে আনার সুযোগটিই কি তাহলে হাতছাড়া হলো?

২০১৩ সালের ২৮ মার্চকে ফিরে আসুক আর না-ই আসুক এই ম্যাচে প্রাপ্তির খাতায় যোগ হয়ে থাকলো ৫০তম ওভারে করা তাসকিনের অসাধারন হ্যাটট্রিকটি। বাংলাদেশ ব্যাটিং করতে না পারলেও একটি বিষয় অবশ্য নিশ্চিত হয়ে গেছে, ফলাফল আর যা-ই হোক না কেন এই সিরিজে বাংলাদেশ অন্তত হারছে না। বরং প্রথম ম্যাচ জিতে একধাপ এগিয়েই রয়েছে সফরকারীরা।

সিরিজের শেষ ম্যাচ হবে ১ এপ্রিল কলম্বোতে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে, ম্যাচটা জিতে ট্রফি নিয়েই দেশে ফিরতে। টেস্ট সিরিজ অবশ্য ১-১ এ ড্র হয়েছে।

কী হতে পারতো আর না পারতো তা নিয়ে হয়তো কল্পনার লাগামহীন ঘোড়া ছোটানো যায় তবে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় একদিক দিয়ে বাংলাদেশের অনেকটা ক্ষতি হয়ে গেলো। বাংলাদেশ ৩-০তে সিরিজ জিততে পারলে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠতো, এখন ২-০তে সিরিজ জিতলেও র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে সাতে। র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগটা অবেলার বৃষ্টিতে ভেসে গেল।

সর্বশেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭, ০১:২৩
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন