ছিনতাইকারী ধরে পুরস্কৃত হলেন অন্তরা

ছিনতাইকারীকে দৌঁড়ে ধরে পুলিশের কাছে সোপর্দ করার জন্য এক নারীকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেছে ডিএমপি কমিশনার।

মঙ্গলবার রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ সভায় অন্তরা নামে এই নারীকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

জানা যায়, অন্তরা রহমান (২২) রাজধানীর বনশ্রীতে পরিবারের সাথে বসবাস করেন। গত ১৭ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে রিক্সায় করে তার আত্মীয়ের বাসায় যাওয়ার সময় যাত্রবাড়ীর জনপথ মোড়ে পৌঁছালে এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়। অন্তরা কালক্ষেপণ না করে ছিনতাইকারীর পেছনে দৌঁড় দেয়। ছিনতাইকারী বাঁচতে একটি চলন্ত বাসে উঠে পড়ে। অন্তরাও সেই চলন্ত বাসে উঠে ছিনতাইকারীকে ধরে সাথে সাথে টহল পুলিশকে অবহিত করে সহায়তা চাইলে পুলিশ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে অন্তরা রহমান নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

সভায় সাহসী এই নারীর উদ্দেশ্যে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের সামনে রয়েছেন সাহসী একজন নাগরিক অন্তরা রহমান। তিনি তার বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে তিনি নিশ্চিুপ না থেকে অত্যন্ত সাহস নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের নিকট সোপর্দ করেন। যা অত্যান্ত প্রশাংসনীয়। আশা করি এই সাহসী অন্তরার মত সকলে সাহসী হয়ে অপরাধের বিরুদ্ধে দাঁড়াবেন।’

সর্বশেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৪
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন