সব দলের অংশগ্রহণেই নির্বাচন হবে : নাসিম

সব দলের অংশগ্রহণের মধ্যেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিত সরকারের অধীনেই। আমাদের দেশে একই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে বিএনপিসহ সব দলই অংশগ্রহণ করবে।

অন্যদিকে জঙ্গি, সন্ত্রাসী ও রাজাকারদেরকে এবং খালেদা জিয়াকে মাইনাস করেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সব দলই অংশ নেবে। তবে বিএনপি অংশ নেবে কি না- এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। গত নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছে, এবার তারা সে ভুল করবে না বলেই আশা করা যায়। আর বিএনপি নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছুই করার নেই।’

সর্বশেষ আপডেট: ২৮ আগস্ট ২০১৮, ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন