খালেদার মনোবল শক্ত রয়েছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মনোবল শক্ত রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কারাগারে তার সঙ্গে কোনো রাজনৈতিক আলাপ হয়নি।

শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর কারাফটকের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক আলাপ হয়নি। তিনি অসুস্থ, শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। তার মনোবল শক্ত। খালেদা জিয়ার কয়েকটি মামলায় জামিন হয়েছে। আরো দুটি মামলা রয়েছে। আশা করছি, এগুলোতেও জামিন হবে।’

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার বিকেলে ৪টার দিকে কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল। ৫টার দিকে কারাগার থেকে বের হন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এর পর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।

সর্বশেষ আপডেট: ২৫ আগস্ট ২০১৮, ১৮:৪৭
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন